রান্নাঘর পরিষ্কার রাখবেন যেভাবে


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৬ জুলাই ২০১৫

রান্নাঘর পরিষ্কার রাখার পাশাপাশি সেখানকার সব বাসন-কোসন ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখার বিকল্প নেই।  চলুন, জেনে নিই রান্নাঘরের বিভিন্ন উপকরণ পরিচ্ছন্ন রাখার সাতটি উপায় -

১. চীনামাটি বা সিরামিকের তৈরি কফিমগ নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রতিটি অংশে ভিনেগার ও লবণ মিশিয়ে ঘষে কফির দাগ তুলে ফেলুন। এতে পাত্রটি ঝকঝকে ও সুন্দর থাকবে।

২. মাইক্রোওয়েভ ওভেন ভেতরটা সবচেয়ে দ্রুত পরিষ্কার করতে চাইলে বেশ কিছু ওয়েট পেপার টাওয়েল ভেতরে দিয়ে উচ্চমাত্রায় তিন থেকে পাঁচ মিনিট চালাতে হবে। এতে ওভেনের ভেতরের ময়লা নরম হবে। টাওয়েলগুলো শীতল হলে সেগুলো দিয়ে ভেতরটা মুছে ফেলুন।

৩. ঢালাই কড়াই কখনোই তরল সাবান দিয়ে ধুতে নেই। এ রকম পাত্রের উপরিতলে যে তৈলাক্ত ননস্টিক আবরণ থাকে, তা ঘষে তুলে ফেলতে পারে এমন কিছু ব্যবহার করে পরিষ্কার করবেন না। লবণ, পানি ও নরম কাপড় দিয়ে ঘষতে হবে। এতে রান্না করার তেল উঠে যাবে।

৪. ভাঙা বরফের গুঁড়া, ভিনেগার ও পানি মিশিয়ে রান্নাঘরের বেসিন, সিংক ও পানিপ্রবাহের নলগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে এবং দুর্গন্ধমুক্ত রাখতে হবে।

৫. সবজি কাটার ধাতব উপকরণের ছোট ছোট ছিদ্রে লেগে থাকে অনেক ময়লা ও সবজির অবশেষ। পরিষ্কার প্যাস্ট্রি ব্রাশ ব্যবহার করে এটি ধুতে হবে। দুই পাশেই সমানভাবে পরিষ্কার করতে হবে।

৬. ব্লেন্ডার থেকে ফলের রস বা অন্য পানীয় ঢেলে নেওয়ার পর তরল রাখার অংশটি খুলে নিয়ে সামান্য পানি ও এক ফোঁটা তরল সাবান দিয়ে আবার ব্লেন্ডারটি ২০ সেকেন্ড চালাতে হবে। তারপর সেই তরল মিশ্রণ ঢেলে ফেলে দিয়ে ভেতরটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

৭. কফিমেকারের কাচের জগটি দ্রুত বাদামি হয়ে পড়ে। কম সময়ে পরিষ্কার করার জন্য কিছু বরফ, লবণ ও লেবু লাগবে। খালি জগটির চার ভাগের এক ভাগ বরফে ভরে নিন। তারপর লেবুর রস, দুই টেবিল চামচ লবণ দিয়ে মুখ বন্ধ করে মিশ্রণটি দুই মিনিট ধরে ঝাঁকান। ভেতরের ময়লা উঠে যাবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।