কেমন গার্লফ্রেন্ড পছন্দ করেন ছেলেরা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৭ নভেম্বর ২০১৭

মানুষ একা বাঁচতে পারে না। জীবনে চলার পথে তার প্রয়োজন পড়ে সঙ্গীর। সারা জীবন একসঙ্গে কাটানোর প্রতীজ্ঞা করার আগে পছন্দের মানুষটি সম্পর্কেও জেনে নেয়া প্রয়োজন। যাকে আপনি ভালোবাসা ভাবছেন তা ভালোবাসা নাকি ভালোলাগা, সেই বিষয়েও নিশ্চিত হতে হবে। আজীবনের জন্য দুটি হাত এক হওয়ার আগে কিছুটা সময় দরকার হয় দুজনের চেনাজানার জন্য। স্বাভাবিক দৃষ্টিতে যাকে আমরা ‘প্রেম’ বলি। আর এই প্রেমের ক্ষেত্রে একটি ছেলে একটি মেয়ের মধ্যে কিছু বিষয় খুঁজে থাকেন। বিষয়গুলো এরকম-

বেশি কথা বলা মানুষকে কেউই পছন্দ করে না। আর তাইতো কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না এমন মেয়েদেরই গার্লফ্রেন্ড হিসেবে প্রথম পছন্দ ছেলেদের।

স্মার্ট ও বুদ্ধিমতী মেয়েদের প্রতি ছেলেরা একটু বেশিই টান অনুভব করেন।

বন্ধুবৎসল হতে হবে এটাই প্রাথমিক চাহিদা। বন্ধু-বান্ধবের সঙ্গে হ্যাং আউটের সময় সেও যেন সবার সঙ্গে মিশে যেতে পারে।

সময় বদলেছে। বদলে গিয়েছে মানুষের চিন্তাধারা। বয়ফ্রেন্ডরা তাই আত্মনির্ভরশীল গার্লফ্রেন্ড খোঁজেন। তারা চান না গার্লফেন্ড তাকে অভিভাবক ভেবে ভুল করুক।

দুঃসময়ে কিংবা মানসিকভাবে খুব বিপর্যস্ত অবস্থায় উৎসাহ, অনুপ্রেরণা দেবে এমন গার্লফ্রেন্ডই খোঁজে ছেলেরা

মিথ্যার উপর ভিত্তি করে কোনও সম্পর্ক গড়ে ওঠে না। সম্পর্কটাকে একটু স্পাইসি করে তুলতে অনেক মেয়ে ছোটখাটো মিথ্যে কথা বলে থাকলেও, এই বিষয়টি একেবারেই পছন্দ নয় ছেলেদের।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।