ত্বকের যত্নে আইস কিউব ফেসিয়াল


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০২ জুলাই ২০১৫

মিশ্র ত্বকের জন্য সবেচেয়ে কার্যকরী ফেসিয়াল হচ্ছে আইস কিউব ফেসিয়াল। এটি বরফ ত্বকের ব্লাড ফ্লো কয়েকশো গুণ বাড়িয়ে আপনার ত্বকে ছড়িয়ে দেবে গোলাপি আভা। ত্বকের রন্ধ্রের সাইজ ছোট করে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে, ত্বকের চুলকানি ও ফোলা ভাব কমায়, চোখের নীচের কালো দাগও দূর করে। আইস কিউব ফেসিয়াল করার জন্য বয়সের কোন ভেদাভেদ নেই।

পদ্ধতি :
১. ২টি  শশা, ১ বোতল গোলাপ জল, আইস কিউব ট্রে, বেবি লোশন, গরম পানি নিয়ে নিন। চাইলে প্লেন বরফও ব্যবহার করতে পারেন।
২. ফেসিয়াল শুরু করার আগে একটি বড় গামলা বা সিঙ্কে গরম পানি ভর্তি করে ফেলুন। তারপর লোশনের বোতলের মুখ খুব ভালো করে আটকে নেবেন যেন এর ভেতর কোন পানি না ঢুকতে পারে। গামলা বা সিঙ্কে গরম পানির ভেতর বোতলটি দিয়ে দিন যেন বোতলে থাকা লোশন উষ্ণ গরম হয়ে যায়।
৩. খোসা ছাড়িয়ে শশা ছোট ছোট টুকরো করে নিন।
৪. একটি পাত্রে সমান পরিমাণে শশা ও গোলাপ জল নিবেন।
৫. কয়েক মিনিটের জন্য উপকরণ গুলো বয়েল করুন। তারপর ঠান্ডা হওয়ার জন্য মিশ্রণটি রেখে দিন।
৬. ঠান্ডা হলে মিশ্রণটি ছেঁকে নিন। তারপর গোলাপজল-শশার জুস আইস কিউব ট্রেতে জমতে দিন।
৭. প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালো ভাবে পরিষ্কার করে একটি আইস কিউব সার্কুলার মোশনে পুরো মুখে ঘষবেন।
৮. আইস কিউব ফেসিয়াল করার পর গরম পানির নীচ থেকে লোশনের বোতল বের করে পুরো মুখে হালকা ম্যাসাজ করে লোশন লাগিয়ে নিন।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।