ছাত্রলীগ গুলশানে শতাধিক দোকান বন্ধ করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

রাজধানীর গুলশানে শতাধিক দোকান বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। এ সময় দোকান বন্ধ করতে দেরি হওয়ায় বেশ কিছু দোকানে ভাংচুরও চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

গুলশান কাঁচাবাজার ও ডিসিসি সুপার মার্কেটের সামনে সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। বন্ধ করে দেওয়া দোকান মালিকরা অভিযোগ করেছেন, ফুটপাত নিয়ন্ত্রণে নেওয়া ও চাঁদার ভাগ না পাওয়ায় তারা এই দোকানগুলো বন্ধ করে দেয়।

তবে অভিযুক্ত গুলশান থানা ছাত্রলীগের সভাপতি এসএম সাঈদুল ইসলাম সোহাগ বলেছেন, ‘চাঁদা আদায় কিংবা ফুটপাত দখলের জন্য দোকানগুলো বন্ধ করা হয়নি।’

তিনি বলেন, ‘যান চলাচলে অসুবিধা ও ছাত্রলীগের নামে বিভিন্ন বদনাম ছড়ানো এবং সরকারি ফুটপাতকে অবৈধ দখল থেকে মুক্ত করতে ওই দোকানগলো বন্ধ করে দেওয়া হয়েছে।’

‘যানজট নিরসন’ ও ফুটপাতের অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দায়িত্ব কি ছাত্রলীগের? এমন প্রশ্নের জবাবে সাঈদুল ইসলাম সোহাগ বলেন, ‘না, এটা ছাত্রলীগের দায়িত্ব না। তবে মূলত ছাত্রলীগের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আসায় এগুলো বন্ধ করতে বলা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।