রূপচর্চায় দই


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

দই খেতে ভালবাসেন সকলেই৷ কিন্তু এই দই কিন্তু রূপচর্চার এক অন্যতম উপায়৷ এতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং প্রোটিন৷ মুখে দই মাখলে আপনি খুব সহজেই উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে পারেন৷ দই মশ্চারাইজারের কাজ করে এবং শুষ্ক ত্বকের জন্য এটি খুবই ভাল৷

এছাড়াও মুখের ব্রণ, রুক্ষতা, অতিরিক্ত তৈলাক্তভাব ইত্যাদি সমস্যা থেকেও রেহাই পেতে পারেন৷ দই ক্লিজারের কাজ করে এবং ত্বকের নির্জীব কোষগুলিকে সজীব করে৷ আর অতি অবশ্যই এতে আপনার রূপচর্চা যেমন হবে তেমন খুব একটা খরচা হবে না৷

 - এক কাপ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ পাতি লেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন৷ এটি খুব ভাল ক্লিনজারের কাজ করে৷ এছাড়াও আধ কাপ দইয়ে আধ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখ, কপাল ও গলায় লাগিয়ে নিন৷ ভাল করে ঘষে ২ থেকে ৩ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন আপনার ত্বক অনেক বেশি পরিষ্কার দেখাবে৷

 - দইয়ে ল্যাকটোবাসিলাস ও স্ট্রেপটোকক্কাস নামক দুটি ব্যাকটেরিয়া থাকে৷ এটি মুখের ট্যান তুলতে খুব উপযোগী৷ দইয়ের সঙ্গে ময়দা মিশিয়ে মুখে মাখলে ট্যানের হাত থেকে রেহাই পেতে পারেন৷ এছাড়াও এটি ত্বকে নরম রাখতে সাহায্য করে৷

 - দুই ও বেসন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে ফেসপ্যাকের মতো লাগিয়ে নিন৷ এছাড়াও দইয়ের সঙ্গে হলুদগুঁড়ো ও দু ফোঁটা সর্ষের তেল মিশিয়েও মুখে লাগাতে পারেন৷ যারা ব্রণর সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন৷ আর আপনার ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে

 - মুখে দই ব্যবহার করার পর যদি ত্বকে টান অনুভব করেন তবে তবে ত্বককে হাইড্রেট ও ত্বকের কোষরে রক্ষা করার জন্য একটি মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।

তবে যদি আপনার দই বা দুধজাতীয় উপাদান, আলফা ও বিটা হাইড্রক্সাইড অ্যসিড থেকে এ্যালার্জী থাকে তবে দই মুখে না মাখাই ভাল৷ এছাড়াও যদি একবার দই মুখে ব্যবহার করার পর জ্বালা বা ব্যথা অনুভব করেন তবে দ্বিতীয় বার এটি প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।