শামী কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৬ আগস্ট ২০১৭

উৎসব তো বটেই, অতিথি আপ্যায়ন কিংবা আড্ডায়ও সবার কাছে সমান প্রিয় কাবাব। সেরকমই একটি কাবাব হলো শামী কাবাব। তৈরিতে ঝামেলা কম, খেতেও সুস্বাদু বলে এর জনপ্রিয়তা রয়েছে বেশ। চলুন জেনে নেই রেসিপি।

আরও পড়ুন: পুডিং তৈরির সহজ রেসিপি

উপকরণ: মাংস হাড় ছাড়া ৫০০ গ্রাম, ১/৩ কাপ চানা ডাল পানিতে ভিজিয়ে রাখা কয়েক ঘণ্টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারুচিনি ১ টি, তেজপাতা ১ টি, লবণ পরিমাণমতো, এলাচ ৩ টি, কাচামরিচ কুচি ৮/১০ টি বা আপনার ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, পেয়াজ মিহি কুচি ১/২ কাপ, ডিম ফেটানো ৩ টি, ব্রেড ক্রাম্ব/টোস্টের গুড়া ২ কাপ।

kabab

আরও পড়ুন: গ্যাসের চুলায় কেক তৈরির রেসিপি

প্রণালি: বেশি করে পানি দিয়ে এরমধ্যে মাংস, ডাল, আদা বাটা, রসুন বাটা, লবণ, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে সিদ্ধ করুন। মাংস আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আস্ত মশলাগুলো তুলে ফেলে দিন, সবকিছু মিহি করে বেটে নিন। বাটা মাংসের মিশ্রণের মধ্যে পেয়াজ কুচি, মরিচ কুচি, ভালোভাবে মিশিয়ে নিন। গোল গোল করে টিকিয়া বানান। টিকিয়াগুলো একে একে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের গুড়োতে গড়িয়ে নিন। ছাকা তেলে দুই পিঠ ভালো ভাবে ভেজে নিন। বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রয়োজনমতো ভেজে নিলেই হবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।