কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণি কর্মচারীদের কর্মবিরতি


প্রকাশিত: ০১:০২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি কর্মসূচী পালন করেছে। রোববার দুপুরে তারা এ কর্মসূচি পালন করে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের নেতাকর্মীরা কর্মবিরতি শুরু করে। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রানার বিচার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সভাপতি মশিউজ্জামান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, আশিক সিদ্দিকী রতন, নজরুল ইসলাম প্রমুখ।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহীত উল আলম কর্মচারীদের ৭ দিনের মধ্যে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে তারা আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।