চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ফুডপান্ডা


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। চট্টগ্রামে গত দুই মাস ধরে কার্যক্রম চালালেও সম্প্রাত চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফুডপান্ডার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ফুডপান্ডার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা, উপ-পরিচালক যুবায়ের বি.এ সিদ্দীকী, বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ।

আমব্রিন রেজা বলেন, ফুডপান্ডা বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের ৩৫ হাজার রেস্টুরেন্টের সাথে কাজ করছে। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ফুযপান্ডা। এবছরের জুন থেকে পরীক্ষামূলক ভাবে চট্টগ্রামে ফুডপান্ডার কার্যক্রম শুরু করি। কার্যক্রম শুরুর দুই মাসের মধ্যে আমরা বেশ সাড়া পেয়েছি। অনলাইনের মধ্যেমে খাবারের চাহিদার কথা জানালে এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে ফুডপান্ডার কর্মীরা।

আমব্রিন রেজা আরো বলেন, চট্টগ্রামের ৪০টি নামীদামি রেস্টুরেন্ট আমাদের সাথে কাজ করছে। এর ফলে চট্টগ্রামের হালিশহর, ২ নম্বর গেইট, বহদ্দারহাট, সিডিএ এভিনিউ, জিইসি মোড়, ওয়াসা, মেহেদীবাগ, গোলপাহাড় মোড়, প্রবর্তক মোড়, জামালখান, স্টেশন রোড, মুরাদপুর, লালখান বাজার, কাজীর দেউরীসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে চাহিদা অনুযায়ী খাবার পৌঁছে দিচ্ছে ফুডপান্ডা।

অনুষ্ঠানে জানানো হয়, ০৯৬৭৮৭৭৭৫৫৫ নম্বরে ফোন করে কিংবা ডেক্সটপ, ল্যাপটপ, মোবাইল অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার দিতে পাচ্ছেন। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, রাশিয়াসহ পৃথিবীর ৪৬টি দেশে সেবা দিচ্ছে জার্মানির প্রতিষ্ঠান ফুডপান্ডা। রাজধানীর বাইরে চট্টগ্রামে ফুডপান্ডাই প্রথম এ ধরনের সেবা দিচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।