৭ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রাইম ব্যাংকের পাঁচ ও সোনালী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে রবিবার সকালে এ মামলার অনুমোদন দিয়েছে কমিশন।অভিযুক্তরা হলেন- প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সেলস্ এক্সিকিউটিভ মির্জা কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ফেরদৌস আক্তার দীপু, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন মো. মহিউদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ অফিসার এইচ এম কামরুজ্জামান সুমন, ব্যাংকের সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট ও আইবিবি শাখার ম্যানেজার অপারেশন মো. জাফর হাসান, সোনালী ব্যাংকের লোকাল অফিস শাখার সিনিয়র অফিসার মো. আনিসুর রহমান সরকার ও অফিসার লিয়াকত হোসেন চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।