স্টায়ার ফ্রাই বিফ উইথ লং বিন তৈরির রেসিপি


প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ জুন ২০১৭

গরুর মাংস কার না প্রিয়। আর এই প্রিয় খাবারটি একটু যত্ন নিয়ে বানালেই স্বাদ হয় ভিন্ন করমের। মুখরোচক এই খাবারটির নাম স্টায়ার ফ্রাই বিফ উইথ লং বিন। ঝটপট তৈরি করতে রইলো রেসিপি-

উপকরণ :

বিজ্ঞাপন

১. গরুর মাংস : ৬০০ গ্রাম।
২. বরবটি : ২৫০ গ্রাম।
৩. শুকনো মরিচ গুড়া : ৫ গ্রাম।
৪. পেঁয়াজ (কুঁচি) : ৫০ গ্রাম।
৫. তেল : ২০ গ্রাম।
৬. রসুন : ৫ গ্রাম।
৭. রেড চিলি সস : ১০ গ্রাম।
৮. সয়া সস : ১০ গ্রাম।
৯. গোলমরিচ : সামান্য

Ifter

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি পাত্রে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তাতে রসুন এবং মরিচ গুড়ো দিয়ে নেড়ে নিতে হবে। এবার গরুর মাংস গুলো ছেড়ে দিতে হবে। একে একে বরবটি, রসুন, লবণ, গোলমরিচ, পেঁয়াজ, লাল মরিচ, সস, সয়া সস দিয়ে প্রায় ৫ মিনিট রান্না করে নামাতে হবে।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শারমীন ইসলাম
শেফ, হোটেল আমারি ঢাকা।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।