উত্তরায় জেন্টল পার্কের যাত্রা ও ঈদ ফ্যাশন শো


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৯ মে ২০১৭

তরুণদের কাছে জনপ্রিয় ফ্যাশন হাউস জেন্টল পার্ক-এর যাত্রা শুরু হয় ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে। অল্প সময়েই বন্দর নগরীর তরুণতুর্কীদের মাঝে এই হাউস মন জয় করতে সক্ষম হয়। সেই আনন্দে আর ভরসায় জেন্টল পার্ক ২০০৮-এ যাত্রা করে রাজধানীর উদ্দেশ্যে। ঢাকার এক সময়কার সবচেয়ে জনপ্রিয় ছেলেদের পোশাকের ফ্যাশন আঙিনা এলিফ্যান্ট রোডে যাত্রা শুরু হয় তাদের প্রথম শাখার।

বর্তমানে দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার, বগুড়াতে মোট ২৮ টি শাখা নিয়ে জেন্টল পার্ক তার রিটেইল কার্যক্রম পরিচালনা করছে। এই হাউসের সবগুলো পোশাক নিজেরাই ডিজাইন করে। এসব পোশাকে পাশ্চাত্যের প্রভাব থাকলেও পোশাকগুলো কিন্তু তৈরি হয় এই দেশেরই শ্রম আর মেধা খরচ করে।

gentle

জেন্টাল পার্কের ডিজাইনার ও কর্ণধার শাহদাৎ হোসেন চৌধুরী বাবু বলেন, `জেন্টল পার্কে যত পোশাক তৈরি হয় তার সবগুলোতেই তারুণ্যের ছাপ থাকে। আমরা চেষ্টা করি এ সময়ের তরুণদের মাঝে দেশী প্রতিষ্ঠানের পোশাক পরার প্রবণতা তৈরি করবে। একটা সময় এদেশের তরুণরা বিপনীগুলোতে শুধুই বিদেশি নামকরা ব্র্যান্ডের পোশাকগুলো খুঁজতো। এর পরে শুরু হয় বাজারে এসব ব্র্যান্ডের নকল পণ্যের বিক্রির রেওয়াজ। সেই ধারা ভেঙে একেবারেই দেশি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পোশাক বিক্রির প্রয়াস নিয়ে জেন্টল পার্ক এতদূর এসেছে।`

shorishar

প্রসঙ্গত, জেন্টল পার্ক ২৫ মে উত্তরা ফ্ল্যাগশীপ স্টোরে বর্ণাঢ্য ঈদ প্রস্তুতি ফ্যাশন শো এবং ফায়ার ওয়ার্কস দিয়ে উদ্বোধন করেন তাদের ফ্ল্যাগশিপ শপ-এর। মোট ৪ টি ফ্যাশন কিউতে তুলে ধরা হয় দেশি ও পাশ্চাত্য পোশাকের গর্জাস ও সামার ক্যাজুয়াল ঈদ পোশাক। এসময় উপস্থিত ছিলেন অভিনেতা ও মডেল ইমন ও অভিনেত্রী তিশাসহ জেন্টল পার্কের চেয়ারম্যান শাহদাৎ হোসেন চৌধুরী বাবু, ব্যবস্থাপনা পরিচালক আজিম চৌধুরী।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।