ইফতারে ফ্লাওয়ার কোটেড ফিস


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৯ মে ২০১৭

ইফতারে মুখরোচক আর স্বাস্থ্যকর খাবার খেতে চান প্রত্যেকেই। আর আমিষপ্রেমীদের মাছ বা মাংসের কোনো পদ না হলে যেন চলেই না। ইফতারে মাছের তৈরি সুস্বাদু আর স্বাস্থ্যকর কোনো পদ থাকলে নিশ্চয়ই মন্দ হয় না। আজ থাকলো তেমনই একটি রেসিপি ফ্লাওয়ার কোটেড ফিস। রেসিপি দিয়েছেন শেফ ড্যানিয়েল সি. গোমেজ, কর্পোরেটেড শেফ, আইটিআইসিএ।

উপকরণ
ডোরি মাছ, সরিষা বাটা, লেবুর রস, সুইট চিলি, কর্ণ ফ্লাওয়ার, পেঁয়াজ, রসুন, হোয়াইট পেপার, রেড ক্যাবেজ, পনির।

প্রণালি
প্রথমে ডোরি মাছে সরিষা বাটা, লেবুর রস, সুইট চিলি, হোয়াইট পেপার দিয়ে মেরিনেট করে নিতে হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে মেরিনেট করা মাছকে কর্ণ ফ্লাওয়ারে দুপাশে মাখিয়ে ডুবো তেলে ছেড়ে দিতে হবে। ৪/৫ মিনিট পর নামিয়ে ফেলতে হবে। পেঁয়াজ গোল করে কেটে নিতে হবে। রসুন ছেঁচে নিতে হবে।

এবার আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন ছেড়ে দিন। হালকা বাদামি হলে রেড ক্যাবেজ জুলিয়ান কাট করে ছেড়ে দিতে হবে। ১০/১৫ সেকেন্ড পর নামিয়ে নিতে হবে। টমেটো সস দিয়ে পরিবেশন করুন।

Ifter

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।