ভালোবাসার আরেক নাম মা


প্রকাশিত: ০৬:১১ এএম, ১৪ মে ২০১৭

মা। এই একটি মধুর শব্দকে আমরা চিনি নানাভাবে। কখনো তা গর্ভধারিণী, জন্মদাত্রী আবার কখনো জননী কখনোবা মাতা। মাকে নিয়ে যতই সমার্থক শব্দ থাকুক না কেন মা ডাকের একটিই অর্থ, আর তা হচ্ছে পৃথিবীর সকল শান্তি একটি জায়গায় বন্দি। মায়ের ভালোবাসার কোনো সীমা নেই। এই ভালোবাসার কোনো আকার নেই। একটি সন্তানের জন্ম থেকে শুরু করে তাকে আজীবন যেই মানুষটি তার বুকের সমস্ত ভালোবাসা উজাড় করে বড় করে তোলেন সেই মানুষটি হচ্ছেন মা। আর এই মাকেই বলে হয় না যে তাকে কতটা ভালোবাসি। তাকে সময় দেওয়ার মতো সময় আমাদের হয়ে ওঠে না। কিন্তু তার সময়ের কমতি হয় না আমাদের জন্য। সন্তানের খাওয়া-দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, তার পড়াশুনা, তার কাজ তার যাবতীয় দিকে মায়ের থাকে তীক্ষ্ণ দৃষ্টি। আর সেই মায়ের কোনো কাজে আমাদের থাকে গড়িমসি। মাকে ভালোবাসাটা আমাদের মাঝে সুপ্ত রয়ে যায়। আর মায়ের ভালোবাসা যেন তার প্রতিটি কাজে ব্যক্ত হয়। ভালোবাসার এমন অদ্ভুত ক্ষমতা কেবল মায়েরই থাকে।

মাকে ভালোবাসতে না লাগে কোনো দিন, না লাগে কোনো মাস। তবে মায়ের ভালোবাসাকে সম্মান দেখাতে একটি দিন মাকে উৎসর্গ করা যেতে পারে। আর তাই তো সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনার মায়ের প্রতি হয়তো এই একটি দিনে ভালোবাসা বেড়ে যাবে না কিংবা কোনো যাদুর কাঠি দিয়ে আপনি আপনার মায়ের কাছে করা সমস্ত ভুল সুধরে নিতে পারবেন না! কিন্তু নতুন করে সব শুরু তো করতে পারবেন। মাকে জড়িয়ে ধরে তাকে `ভালোবাসি মা` তো বলতে পারবেন।

ma

মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পছন্দের কথা পরে ভাবেন। আগে ভাবেন সন্তানের পছন্দের কথা। এই মা দিবসে আপনি না হয় তার পছন্দের কিছু দিয়ে মাকে সারপ্রাইজ দিয়ে ফেলুন। আপনার পথের দিকে চেয়ে এই মা-ই হয়তো রাতের পর রাত না খেয়ে আপনার জন্য অপেক্ষা করেছেন। আপনার মুখে ভাত তুলে দিয়ে তিনি খেয়েছেন। মায়ের খাবার সেই খবরটা হয়তো আমরা রাখতে পারিনা। তাই মা দিবসে মাকে নিয়ে না হয় কোথাও থেকে ঘুরে আসুন আর মায়ের পছন্দের খাবারটা আজ না হয় আপনি তার পাতে বেড়ে দিন।

মায়ের ভালোবাসার সম্মান দেওয়া আমাদের কর্তব্য। যেই মা আমাদের দশ মাস দশ দিন পেটে রেখে এই দুনিয়ার আলো বাতাস দেখাচ্ছে তার জন্য একটি দিন খুব কম। তাও তাকে বছরের ৩৬৫ দিন থেকে একটি দিন উৎসর্গ করাই যায়। তাই মাকে ভালোবেসে তার সঙ্গী হোন। আজ আপনি যেমন মায়ের ভালোবাসা ছাড়া অচল তেমনি আপনাকেও মায়ের প্রয়োজন। মায়ের ভালোবাসা সন্তানের জন্য আশীর্বাদ। আর মা হচ্ছে সন্তানের জান্নাত। মাকে যতটা পারুন সময় দিন আর এই মা দিবসে মাকে বলেই ফেলুন তোমাকে অনেক ভালোবাসি মা।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।