চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধ
বন্দর নগরী চট্টগ্রামে আগামী শনিবার থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া সকল রিকশা থেকে ব্যাটারি খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নগর পুলিশের সদর দপ্তরে এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বুধবারের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ব্যবস্থা না নিলে নগর ভবন ঘেরাওয়ের হুমকি দেয় সিএনজি অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশা মালিক শ্রমিকরা।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার(গোয়েন্দা) প্রকৌশলী মোহাম্মদ হাছান চৌধুরী জানান, রিকশার ব্যাটারি ও মোটর আগামী ২৯ আগস্টের মধ্যে খুলে ফেলার জন্য রিকশা চালক ও মালিকদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ, জেলা প্রশাসন এবং সিএমপি যৌথভাবে ব্যাটারিচালিত রিকশা আটক ও উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। আটক রিকশা মালিক ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন, বিআরটিএ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।