পরিসংখ্যান ব্যবস্থাপনা শক্তিশালী করতে নানা উদ্যোগ


প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৫ আগস্ট ২০১৪

পরিসংখ্যান ব্যবস্থাপনা শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ লক্ষ্যে পার্টনারশিপ ইন স্ট্যাটিস্টিকস ফর ডেভেলপমেন্ট ইন দ্য টুয়েন্টি ওয়ান সেঞ্চুরি (প্যারিস টুয়েন্টি ওয়ান) বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালীকরণের লক্ষ্যে প্যারিস টুয়েন্টি ওয়ান সংক্রান্ত ইনফরমিং এ ডাটা রিভলুশন (আইআর) সেমিনারে সভাপত্বিত করেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।

এতে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিডের যুগ্মসচিব আমিনুল বর চৌধুরী। কান্ট্রি স্টাডি উপস্থাপন করেন প্যারিস টুয়েন্টি ওয়ানের পরামর্শক আবুল বাশার।

আরও বক্তব্য রাখেন পার্টনারশিপ ইন স্ট্যাটিস্টিকস ফর ডেভেলপমেন্ট ইন দ্য টুয়েন্টি ওয়ান সেঞ্চুরির (প্যারিস টুয়েন্টি ওয়ান) সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর ট্রেভোর ফেলিটসার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।