বাংলাদেশের ছবিতে সার্বিয়ান মডেল


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২০ এপ্রিল ২০১৫

রাজীবুল হোসেন  নির্মিত দেশের প্রথম অ্যাডভেঞ্চার ছবি `হৃদয়ের রংধনু-লাইফ ইন রেইনবো`  শিরোনামের ছবিতে অভিনয় করলেন সার্বিয়ান মডেল মিনা পেটকোভিচ। এছাড়াও একঝাঁক নতুন মুখ অভিনয় করেছেন ছবিটিতে।

রংধনু চোখের নায়িকা মিনা পেটকোভিচ জন্মগতভাবেই যার চোখের রং পাল্টে যায় প্রকৃতির রঙের সাথে। দুঃসাহসী এই নায়িকা চলচ্চিত্রের প্রয়োজনে শিখেছেন সার্ফিং, লাইফ জ্যাকেট ছাড়া করেছেন পেরা সেইলিং, গভীর সমুদ্রে অক্সিজেন মাস্ক নিয়ে করেছেন স্কুবা ড্রাইভিং। এই বিস্ময় নারী বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে গেছেন এক আন্তর্জাতিক পরিমণ্ডলে। এরই মাঝে ছবির ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে। হৃদয়ের রংধনু ছবির শুটিং শুরু হয় গেল বছর নভেম্বর মাসে।

ছবিটিতে মিনা ছাড়াও আরও অভিনয় করেছেন মুহতাসিন সজন, শামস কাদির, খিং সাই মং মারমাসহ আরও অনেকে। ছবির বাকি অংশের শুটিং খুব শিগ্রহি শুরু হবে বলে জানা গেছে। এছাড়াও ছবির ফাস্টলুক কয়েক দিনের মধ্যেই অনলাইনে প্রকাশিত হবে।

উল্লেখ্য, ছবিটির পরিচালক রাজীবুল হোসেন ২০০৬ সালে `বালুঘড়ি` নামে একটি ছবি নির্মাণ করেন। যেটি দেশীয় চলচ্চিত্রে প্রথম ডিজিটাল ফরমেটে নির্মিত চলচ্চিত্র।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।