পিঠ ও ঘাড়ের দাগ দূর করতে কী করবেন
রূপচর্চা বলতে অনেকেই বোঝেন শুধু মুখের কিংবা বড়জোর হাত-পায়ের যত্ন। অনেকটা বেখেয়ালেই আমাদের চোখ এড়িয়ে যায় ঘাড় কিংবা পিঠের ত্বক। দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় যাদের ঘাড় ও পিঠে কালো দাগ পড়েছে তারা সপ্তাহে এক দিন ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন-
শুষ্ক ত্বকের জন্য ৩ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ মুলতানি মাটি, কমলালেবুর খোসা এবং অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার হাত দুটো ভিজিয়ে নিয়ে ১০ মিনিট ভালো করে ম্যাসাজ করে নিন।
তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে দুধের মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডাল ভালো করে বেটে নিন। এবার এর সঙ্গে কাঁচা হলুদ আর টমেটোর রস মিশিয়ে দাগের ওপর হাত দিয়ে ম্যাসাজ করে নিন।
এইচএন/এমএস