মিসবাহ-আফ্রিদির শূন্যতা কাজে লাগাতে চায় টাইগাররা
ওয়ানডে থেকে অবসরে যাওয়া মিসবাহ-উল হক ও শহিদ আফ্রিদি নেই এবারের পাকিস্তান দলে। অন্যদিকে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য বাদ পড়া ইউনিস খান নেই। অভিজ্ঞতা মিস করার ব্যাপারটি অস্বীকার করেননি পাকিস্তান দলও।
আর বাংলাদেশ দল পাকিস্তান দলের এই শূন্যতাকে কাজে লাগাতে চায়। তেমনটির নজির রেখেই মাঠে খেলে যাচ্ছে টাইগাররা।
১৯৯৯ সালে এই পাকিস্তানের বিপক্ষে জিতে ওয়ান ডে খেলার মর্যাদা পায় বাংলাদেশ। তারপর কতো অঘটনই না ঘটিয়েছে বাংলাদেশ দল। তবে পারেনি পাকিস্তানকে হারাতে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম হবে সেই নতুন রেকর্ডের ইতিহাস। এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমী দর্শকদের।
এসএ/বিএ/পিআর