মিথ্যার ফাঁকে ফাঁকে সত্যও বলেন খালেদা


প্রকাশিত: ০৯:১৪ এএম, ০২ জুলাই ২০১৪

খালেদা জিয়ার বক্তব্য নিয়ে সংসদে আলোচনার কিছু নেই তার বক্তব্য পরাজিতের আস্ফালন মাত্র বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল। বুধবার দশম জাতীয় সংদের দ্বিতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন জাসদের এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সব সময় যে মিথ্যা বলেন তা কিন্তু নয়। মিথ্যার ফাঁকে ফাঁকে সত্য কথাও বলেন। এর আগেও কিছু সত্য কথা তিনি (খালেদা) বলেছেন। আজকের পত্রিকায় তার স্বাক্ষাৎকারেও একটি সত্য কথা বলেছেন। উনাকে (খালেদা) যখন প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ হতে প্রচুর লোক ভারতে চলে যাচ্ছে। উনি (খালেদা) বলেছেন প্রচুর বাংলাদেশি ভারতে যাচ্ছে আমি এটা মনে করি না। বরং তারা এখানে ভালই আছে। এই যে বাংলাদেশিরা ভাল আছে আপনিই স্বীকৃতি দিয়েছেন। তাহলে খামাখা উৎপাত করছেন কেন? খামাখা বাংলাদেশিদের ভাল না থাকার চেষ্টা করছেন কেন। আপনি নিজে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশিরা ভাল আছে। ভারতে যাওয়ার দরকার নেই।’

বাদল বলেন, ‘কিছু দিন আগে বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি কর্মসূচি দিচ্ছি না। কারণ এ সরকারকে পঁচে যাওয়ার সময় দিচ্ছি। এটাই গণতান্ত্রিক চর্চা। প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, শকুনের দোয়ায় গরু মরে না। তাই খালেদার প্রতিটি কথা নিয়ে এই সংসদে এতো গুরুত্ব দিয়ে আলোচনার কিছু নেই। উনার অনেক বক্তব্যই পরাজিতদের আস্ফালন।’


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।