ফেসবুকে এগিয়ে কে, বস নাকি কর্মী?


প্রকাশিত: ০৯:০৭ এএম, ০২ জুলাই ২০১৪

অফিসে বসে কে বেশি সময় ধরে ফেসবুক ব্যবহার করেন। অফিসের বস, নাকি তাঁর অধীনে থাকা কর্মী? সম্প্রতি নরওয়ের গবেষকেরা এ বিষয় নিয়ে ১১ হাজার অফিস-কর্মীকে নিয়ে একটি গবেষণা চালিয়েছেন। গবেষণায় দেখা গেছে ব্যক্তিগত কাজে অফিস সময়ে কর্মীর চেয়ে বসকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বেশি ব্যবহার করতে দেখা যায়।

নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেনের (ইউআইবি) গবেষকেরা গবেষণা করে দেখেছেন, কাজের সময় ব্যবস্থাপকেরা ব্যক্তিগত কাজে অধিক ফেসবুক ব্যবহার করেন। এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

ইউআইবির মনোবিজ্ঞান বিভাগের পোস্ট ডক্টরাল ফেলো সেসিল শাও অ্যান্ড্রেয়াসেন জানিয়েছেন, কাজের সময় ব্যক্তিগত কাজে ওয়েব ব্রাউজিংয়ের জন্য যাঁরা নেতিবাচক মনোভাব দেখান, সেই শীর্ষ নির্বাহী কর্মকর্তারাই তা বেশি করেন। এছাড়া অফিসের তরুণ কর্মীরা বয়স্ক কর্মীদের চেয়ে ব্যক্তিগত কাজে বেশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করেন।

গবেষকেরা বলেন, কাজের সময় নারীর তুলনায় পুরুষ ব্যক্তিগত কাজে বেশি ফেসবুক ব্যবহার করেন। উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সক্রিয়তা বেশি দেখা যায়। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে রিলেশনশিপ স্ট্যাটাসে যাঁরা ‘ইন আ রিলেশন’-দিয়ে রাখেন, তাঁদের চেয়ে একাকী, বর্হিমুখী ও বিচলিত ব্যক্তিদের এসব সাইটে বেশি সক্রিয় দেখা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।