একুশে টিভির ১৫ বছর


প্রকাশিত: ০৩:১৭ এএম, ১৪ এপ্রিল ২০১৫

বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে চ্যানেলটি। `পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ` শ্লোগানে চ্যানেলটি নিরপেক্ষ সংবাদ এবং অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে একটি স্বকীয় অবস্থান গ্রহণ করেছে।

একসঙ্গে পহেলা বৈশাখ ও পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেলিভিশন কর্তৃপক্ষ আয়োজন করেছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। প্রচার হবে ৬টি নাটক, ২টি টেলিছবি, ৩টি চলচ্চিত্র এবং ফোন লাইভ স্টুডিও কনসার্ট।

থাকছে নাচ, গান, ম্যাগাজিন অনুষ্ঠান ও ছোট নাটিকা। পাশাপাশি কারওয়ান বাজার পেট্রোবাংলার উন্মুক্ত অঙ্গনে একুশে টেলিভিশন আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।