বৃষ্টির দিনের জন্য কিছু টিপস


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বৃষ্টির দিন আসছে। বৃষ্টির দিন যেমন উপভোগ্য তেমন বৃষ্টির কারণে ছোটখাট সমস্যায়ও পড়তে হয় মাঝে মাঝে। একটু সচেতন থাকলেই এড়িয়ে চলা যায় সেসব সমস্যা। রইলো জরুরি কিছু টিপস-

১. বৃষ্টির দিনে সব সময় সঙ্গে একটি ছাতা বা রেইনকোট রাখা জরুরি।

২. বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় সুতি কাপড়ের পরিবর্তে সিল্কের কাপড় পড়া উচিৎ কারণ সুতি কাপড় ভিজে গেলে শুকাতে বেশি সময় লাগে। তাছাড়া ভেজা সুতি কাপড় অনেকক্ষণ ধরে গায়ে থাকলে জ্বর-সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা থাকে।

৩. বৃষ্টির দিনে অনিচ্ছা সত্ত্বেও নালা-নর্দমার ময়লা পানিতে হাটা চলা করতে হয় । ময়লা পানি পায়ে লাগলে নানা রকম চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যত দ্রুত সম্ভব বাইরে থেকে এসে গরম পানি ও সাবান দিয়ে ভালোভাবে পা পরিস্কার করা উচিৎ।

৪. বর্ষাকালে প্রত্যেকের হাত এবং পায়ের নখ ছোট রাখা। কারণ নখ বড় থাকলে পানির ময়লা নখের কোণে জমে থাকে।

৫. জুতা কেনার সময় বৃষ্টি উপযোগী জুতাকে প্রাধান্য দেওয়া উচিৎ। এক্ষেত্রে খুব বেশি দাম দিয়ে জুতা না কেনাই ভালো।

৬. বৃষ্টির দিনে বাইরে থেকে এসে জুতা, ব্যাগ, ঘড়িসহ অন্যান্য অনুষঙ্গ ভালোভাবে মুছে, বাতাসে শুকিয়ে রাখা উচিৎ।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।