চোখের পাপড়িকে দীর্ঘ ও ঘন করবেন যেভাবে


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৮ এপ্রিল ২০১৫

চোখের সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে চোখের পাপড়ির অবদান কম নয়। চোখে পাপড়ি কম থাকলে পুরো মুখটিই কেমন মায়াহীন মনে হয়! আবার লম্বা-ঘন পাপড়ি চোখকে করে তোলে মায়াময়। কিন্তু চাইলেই প্রাকৃতিক উপায়ে চোখের পাপড়িকে ঘন ও দীর্ঘ করতে পারবেন। কী করতে হবে জানতে চান? চলুন জেনে নেয়া যাক, লম্বা-ঘন পাপড়ি পেতে হলে কী করণীয়-

পেট্রোলিয়াম জেলির সাহায্যে চোখের পাপড়ি ঘন ও বড় করবেন যেভাবে-

১. প্রথমে একটি মাসকারার ব্রাশ নিন। ব্রাশটি পুরনো হলে ভালো হয়।

২. এবার ব্রাশটি ভালো করে ধুয়ে মুছে হাতে কিছু পাউডার নিয়ে ব্রাশটির উপর পাউডারে ঘষে নিতে হবে। বাড়তি পাউডার ভালো মত ঝেড়ে ফেলে দিন।

৩. একটি পেট্রোলিয়াম জেলি হাত নিয়ে এতে ব্রাশ বুলিয়ে নিয়ে চোখে যেভাবে মাশকারা লাগাতে হয় সেভাবে চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এভাবে সারারাত চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে সকালে উঠে মুছে ফেলুন। তবে খেয়াল রাখতে হবে, যেন পেট্রোলিয়াম জেলিটি কোন গন্ধ বা ফ্লেভারযুক্ত না হয়।

এভাবে প্রতিদিন করতে পারলে চোখের পাপড়ি লম্বা, ঘন ও সুন্দর হবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।