সতেজ ত্বকের জন্য যে প্যাকটি ব্যবহার করবেন


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৬ মার্চ ২০১৫

সতেজ ত্বক তো আমাদের সবারই কাম্য। ত্বকের সতেজতা বজায় রাখতে কম বেশি প্রচেষ্টাও থাকে সবার। রূপচর্চার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় নানা কিছু। কিন্তু সব উপাদান সব ধরনের ত্বকের জন্য নয়। আবার সব ধরনের প্যাক ত্বকের জন্য একই ফলাফল আনে না। তেমনি ত্বকের সতেজতা বজায় রাখার জন্য সব ধরণের প্যাক ব্যবহার করা যাবে না। কেমন প্যাক ব্যবহার করবেন? চলুন জেনে আসি-


ত্বক ফর্সাকারী উপাদান হিসেবে চন্দনের কথা আমরা বহু আগে থেকেই শুনে আসছি। রাজা মহারাজার সময় থেকেই এর কদর নারীমহলে চলে আসছে।

চন্দন ও টকদই এর মিশ্রণ আমাদের মুখের ত্বকের জন্য খুবই উপকারী। দুই চা চামচ চন্দন গুঁড়ার সাথে পরিমাণমত টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে।

এই প্যাক মুখে ও গলায় লাগিয়ে কমপক্ষে ২৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ভালো মতো ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি মুলত শুষ্ক ও মিশ্র ত্বকের জন্য।

যাদের ত্বক তৈলাক্ত তারা এই প্যাকে সাথে সামান্য গোলাপজল মিশিয়ে নেবেন যা আপনাকে দিনভর সতেজ রাখবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।