চ্যাম্পিয়ন ফেদেরার-সেরেনা


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৮ আগস্ট ২০১৪

সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতেছেন সুইস তারকা রজার ফেদেরার। আর নারীদের বিভাগে প্রতিযোগিতার টাইটেল নিজের ঘরে তুলেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের বর্তমান নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।

ইতিহাস গড়েই সিনাসিনাটির ট্রফিতে বিজয় চুম্বন এঁকেছেন ফেদেরার। এ নিয়ে প্রতিযোগিতার ছয়টি ফাইনালে অংশ নিয়ে সবকটিতে শিরোপা জিতেছেন তিনি। এর আগে ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। রেকর্ড গড়ার মুহূর্তে ফেদেরার শুরুতে সুবিধা করতে পারেননি ডেভিড ফেরারের বিপক্ষে। কিন্তু ধাক্কা সামলে ঠিকই শেষ অবধি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৬-৩, ১-৬, ৬-২ গেমে হারিয়েছেন ফেরারকে।

জয়ের মধ্য দিয়ে আবারও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ফেদেরার। কারণ এ বছর শেষ চারটি মাস্টার্সের ফাইনালে হেরেছেন তিনি। এমন জয়ের পর ফেদেরার বলেছেন, ‘এই শিরোপা জিতে দারুণ খুশি আমি।’

এদিকে প্রথমবারের মতো সিনসিনাটির শিরোপা জিতেছেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। জয় পেতে খুব বেশি কালক্ষেপণ করেননি তিনি। মাত্র ৬২ মিনিটের যুদ্ধেই আনা ইভানোভিচকে পরাস্ত করেছেন সেরেনা; জিতেছেন ৬-৪, ৬-১ গেমে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।