বেশি সুদ গ্রহীতাদের এসএমই তহবিল না দেয়ার সুপারিশ


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৩ মার্চ ২০১৫

যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অধিক হারে সুদ নিয়ে (শতকরা ১৬ থেকে ১৭ টাকা হারে) ঋণ দিচ্ছে, সেই সব প্রতিষ্ঠানকে এসএমই পুনঃঅর্থায়ন তহবিলের বরাদ্দ না দেয়ার সুপারিশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহি কমিটির (ইসিএনসিআইডি) সভায় শিল্পমন্ত্রী এ সুপারিশ করেন। দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) সভায় গৃহিত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদানের কথা বিবেচনা করে আগরকে ক্ষুদ্র শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে এ শিল্পে কর্মরত প্রায় ৩০ হাজার শ্রমিক ও সাড়ে তিনশ’ কারখানা মালিকরা শিল্পখাতে সরকার প্রদত্ত বিভিন্ন সুবিধাদি পাবেন। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই পুনঃঅর্থায়ন তহবিলের একটি অংশ এসএমই ফাউন্ডেশনকে দেওয়ারও সুপারিশ করেন।

সভায় জানানো হয়, জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নিত করার লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে এর খসড়া তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতামত চাওয়া হয়েছে। চলতি বছর এপ্রিলের মধ্যে এর খসড়া চূড়ান্ত করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জুন- ২০১৫ এর মধ্যে শিল্পনীতি-২০১৫ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় শিল্প স্থাপনে যৌক্তিকভাবে জমির ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এ সময় নতুন জেগে ওঠা চরের ভূমি, সরকারি খাস জমি এবং শিল্প-কারখানার অব্যবহৃত জমিতে অগ্রাধিকারভিত্তিতে শিল্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজারিবাগের ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরিতে স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো অজুহাত মানতে রাজি নয়।

রাজনৈতিক সহিংসতার মধ্যে ট্যানারি মালিকরা ব্যবসা চালিয়ে যেতে পারলে, ট্যানারি স্থানান্তরের ক্ষেত্রে সহিংসতার অজুহাত অগ্রহণযোগ্য বলেও তিনি মন্তব্য করেন।

সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলে-, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেমসহ শিল্প, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, বস্ত্র ও পাট, মৎস ও প্রাণিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, পরিবেশ ও বন, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু, বিদ্যুৎ, ডাক ও টেলিযোগাযোগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিসিক, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, পরিকল্পনা কমিশন, আইসিবি, বেপজা, এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, নাসিব ও বিপিজিএমইএসহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।