ফ্যাশন মানে ব্যক্তিত্বের প্রকাশ : সাবরিনা নওরিন


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

ফ্যাশন মানেই বৈচিত্র্য। কতটা বৈচিত্র্যর মাধ্যমে আপনি নিজেকে সাজাতে পারবেন তার অপর নামই ফ্যাশন। ফ্যাশনে যুগে যুগে এসেছে নানা পরিবর্তন। তবে প্রাধান্য পেয়েছে সেই পছন্দের দিকটিই। এরপরেও ফ্যাশন নিয়ে নানা জনের নানা মত। আর মানুষভেদে লাইফস্টাইল হয়ে থাকে ভিন্ন ভিন্ন। এই লাইফস্টাইল এবং তাদের ফ্যাশন অনেকটাই একে অন্যর ওপর নির্ভরশীল। আর এই ফ্যাশন সম্পর্কে এবং লাইফস্টাইল নিয়ে পাঠকের ভাবনা নিয়ে জাগো নিউজের নিয়মিত আয়োজন পাঠকের ফ্যাশন। আজকের আয়োজনে নিজের ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে কথা বলেছেন সাবরিনা নওরিন।

কী ধরনের পোশাক পছন্দ করেন?
সাবরিনা নওরিন : শাড়ি পরতে খুব ভালো লাগে। তবে সালোয়ার কামিজ আর গাউন পরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

কী ধরনের খাবার পছন্দ?
সাবরিনা নওরিন : চাইনিজ ফুড, ফাস্ট ফুড, ফুসকা।

পছন্দের অনুষঙ্গ?
সাবরিনা নওরিন : ঘড়ি

অবসরে কী করেন?
সাবরিনা নওরিন : বন্ধুদের সাথে আড্ডা দেই। আম্মুর সাথে গল্প করি। গান শুনি, গান গাই। ফেসবুকিং করি।

প্রিয় অভিনেতা, অভিনেত্রী?
সাবরিনা নওরিন : প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মম।

প্রিয় লেখক?
সাবরিনা নওরিন : হুমায়ূন আহম্মেদ।

পছন্দের ব্যক্তি?
সাবরিনা নওরিন : মা, বাবা।

পছন্দের সিনেমা?
সাবরিনা নওরিন : ছুঁয়ে দিলে মন।

আপনার কাছে ফ্যাশন মানে কী?
সাবরিনা নওরিন : ফ্যাশন মানে নিজেকে উপস্থাপন করা। আমার চলা ফেরার ধরন, পোশাক আশাক, সবকিছুই আমার ব্যক্তিত্ব প্রকাশ করবে। সেদিকে খেয়াল রেখে নিজেকে গুছিয়ে নেয়াটাই ফ্যাশন মনে করি।

ফ্যাশনে কাউকে অনুসরণ করেন?
সাবরিনা নওরিন : নির্দিষ্ট কারো নাম বলতে পারছি না। যার মধ্যে যেটুুকু ভালো লাগে তার থেকে সেটুকু অনুসরণ করি। হতে পারে সে কোন তারকা, আমার বোন কিংবা কাছের কোনো বন্ধু।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।