চুক্তিতে জনগণের ইচ্ছার প্রতিফলন চায় হামাস


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৪ আগস্ট ২০১৪

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের ইচ্ছা পূরণ না হলে তারা ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করবে না। খবর আলজাজিরার। মিসরে আলোচনারত ফিলিস্তিনি আলোচক খলিল আল-হায়া বৃহস্পতিবার জানান, আলোচনায় দীর্ঘসূত্রিতা বেশ সমস্যা সৃষ্টি করছে।

আলোচনার অগ্রগতির ব্যাপারে তিনি বলেন, ‘আমরা একটি সমাধানে পৌঁছাতে চাই। তবে অবশ্যই তাতে আমাদের জনগণের ইচ্ছা পূরণ হতে হবে।’ তিনি জানান, ২০০৬ সাল থেকে গাজায় চলে আসা ইসরায়েলি অবরোধ উঠিয়ে নেওয়ার দাবিতে হামাস অটল রয়েছে।

তিনি আরও বলেন, ‘এটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ। রক্ত ও লাশের মধ্য দিয়েই আমরা একত্রিত হয়েছি।’ কায়রোতে অনুষ্ঠিত ওই আলোচনায় নতুন করে গাজায় ৫ দিনের অস্ত্রবিরতি উভয় পক্ষ সম্মত হওয়ার পরই তিনি এ বিবৃতি দেন।

ফিলিস্তিনের পক্ষের আলোচকরা জানিয়েছেন, তারা শনিবার রাতে কায়রোতে ফিরে আসবেন। আগামী রবিবার থেকে মিসরের মধ্যস্ততায় আবারও ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা শুরু হবে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই থেকে শুরু করা ফিলিস্তিন অধিকৃত গাজায় ইসরায়েলি বাহিনীর একতরফা হামলায় এ পর্যন্ত ১৯৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।