গয়নার যত্ন নেবেন যেভাবে


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৫ মার্চ ২০১৫

নারীর সাজে গয়না অপরিহার্য বিষয়। কিন্তু ঠিকঠাকভাবে যত্ন না নিলে অনুজ্জ্বল হয়ে যেতে পারে আপনার গয়না। অনেকদিন তুলে রাখার পর পরার জন্য বের করে হয়তো দেখা যাবে পরার মতো অবস্থায় আর নেই! তাই গয়নারও যত্ন নিতে হবে। চলুন জেনে নিই কীভাবে গয়নার যত্ন নেবেন-


১. সোনার গয়না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ঔজ্জ্বল্য হারিয়ে যায়। ব্যবহার করার পর সিঁদুর মাখিয়ে রাখবেন। চকচক করবে। কুমড়োর রস দিয়েও গয়না পরিষ্কার করা যায়।

২. বিয়ে বাড়িতে বা পার্টিতে যেদিন যাবেন, সোনার গয়নাগুলো কাঁচা হলুদ থেঁতো করে বা হলুদ গুঁড়ো পানিতে গুলে এক ঘণ্টা ভিজিয়ে ভাল করে মুছে নেবেন। উজ্জ্বলতা বাড়বে।


৩. আপনার সোনা-রূপোর গয়না টুথপেস্ট দিয়ে ঘষে নিন। পানি দেয়ার দরকার নেই। শুকনো কাপড়ে পেস্ট মুছে ফেলুন। দেখুন ঝকমকিয়ে উঠবে আপনার গয়না।

৪. রূপার গয়না পানির সঙ্গে লবণ আর রিঠা দিয়ে মিনিট পনেরো ফোটালে রূপার স্বাভাবিক রং ফিরে আসে।


৫. পাথরের গয়না টুথপেস্ট ঘষে পরিষ্কার করুন। নতুনের মত ঝলমল করবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।