রিহান্নার ফ্যাশন ও লাইফস্টাইল


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০১ জানুয়ারি ২০১৭

গানের ভুবনে তিনি কণ্ঠের এক জাদুকর। তিনি ফ্যাশন ডিজাইনার, মডেল এবং অভিনেত্রীও। তার কণ্ঠের ছোঁয়ায় মাতিয়েছেন পৃথিবীর মানুষ। তার নাম রিহান্না। পুরো নাম রবিন রিহান্না ফেনটি। তার জন্ম নিউ ইয়র্ক সিটিতে। তিনি ১৯৮৮ সালের ২০ ফেব্রুয়ারি সেইন্ট মাইকেলে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা ব্রিজ টাউনে। রিহান্নার দুই ভাই এবং দুই বোন। তিনি গানের প্রতি আকৃষ্ট হন সেই স্কুল জীবন থেকেই। স্কুল ছুটির দিনগুলোতে তার গানের রেকর্ডিং করতেন। গানের পাশাপাশি তিনি স্কুলে থাকাকালীন মিলিটারি ক্যাডেট ছিলেন।

রিহান্না ভোজনরসিক একজন মানুষ। তিনি ম্যাক্সিকান, চাইনিজ, জাপানিজ এবং ইন্ডিয়ান খাবার পছন্দ করেন। তিনি ফল এবং শাক-সবজি পছন্দ করেন না। গান গাওয়ার আগে গরম চা অথবা কফি পান করতে পছন্দ করেন। তার নাম এবং প্রত্যেক ভাইবোনের নাম রাখা হয়েছে আর অক্ষর দিয়ে। ট্যাটু করাতে খুব পছন্দ করেন রিহান্না। ২০০৬ সালে প্রথম তার শরীরে ট্যাটু করান।

প্রজেক্ট জিপ শ্লিপ মোম্বার ব্র্যান্ডের জ্যাকেট রিহান্নার পছন্দের। এটির মাঝ বরাবর চেইন লাগানো এবং এটি বেশ লম্বা। রোলেক্স ডে টু প্রেসিডেন্ট ইয়েলো ব্র্যান্ডের গোল্ড হাতঘড়ি তার পছন্দ। রুবারি ওভার সাইজ সিয়ারলাইং ব্র্যান্ডের বাইকার জ্যাকেট পরেন তিনি। এটির সামনের অংশে কয়েকটি ভাগ এবং এর কলারে উলের কাজ।

লুয়িস ভিট্টুন এক্স ফ্রাংক টুইস্ট বক্স ব্যাগ তিনি সঙ্গে রাখেন। এর মূল্য ৩৫০ ডলার। ওয়ার্ল্ড এরিসিয়া পয়েন্টেড এর জুতা তার পছন্দ। ট্রাপভিলা হিলারি ক্লিনটন ব্র্যান্ডের টি-শার্ট পরেন তিনি। এর মূল্য ৩০ ডলার। তিনি ইভিস ইলিট গ্রোমেট ডেনিম স্যুট পরেন। ব্লেনেঞ্চিয়া নেভি ভেলভেট ব্র্যান্ডের সক বুট কাজের জায়গায় এবং পার্টিতে পরেন। মেন্সি ওভারসাইজ স্ট্রিপ ব্র্যান্ডের শার্ট পরেন রিয়ানা। এর পাশাপাশি তার নীল রঙের পোশাক বেশি পছন্দ।    

এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।