অ্যাঞ্জেলিনা জোলির ফ্যাশন


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

হলিউডের জ্বলজ্বলে এক নক্ষত্রে নাম অ্যাঞ্জেলিনা জোলি। তার অভিনয়, বাচনভঙ্গি এবং হাসিতে জয় করেছেন অসংখ্য মানুষের মন। তার লাইফস্টাইল এবং ফ্যাশন অনুসরণ করেন সারা বিশ্বের অনেক তরুণী। জাগো নিউজের ভিনদেশি তারকা ফ্যাশনের আজকের আয়োজন অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে।

অ্যাঞ্জেলিনা জোলির জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে, ৪ জুন ১৯৭৫ সালে। তার মা এবং বাবা দুজনই ছিলেন পেশাদার অভিনেত্রী। তবে বাবার দিক থেকে তিনি জোলি চেকোস্লোভাকিয়া ও জার্মান বংশোদ্ভুত এবং মায়ের দিক থেকে তিনি ফরাসী বংশোদ্ভুত।

শৈশব থেকেই অ্যাঞ্জেলিনা জোলি সিনেমা দেখতেন এবং তার অনুভূতিগুলো সে তার মায়ের সাথে ভাগাভাগি করে নিতেন। জোলির বয়স যখন এগারো তখন সে তার মায়ের সাথে লস অ্যাঞ্জেলসে ফিরে আসেন। এখানে এসেই তিনি অভিনয় করার সিদ্ধান্ত নেন। মজার ব্যাপার হচ্ছে তিনি তার বাবার কারণে কখনোই অভিনয়ের দিকে আকৃষ্ট হননি।

জোলির অভিনয় জীবনের যাত্রা শুরু হয় চৌদ্দ বছর বয়স থেকে একজন ফ্যাশন মডেল হিসেবে। সে সময়ে তাকে নানা মিউজেক ভিডিওতে দেখা যায়। ১৯৯৩ সাল থেকে চলচ্চিত্র জীবনে তার পদচারণা শুরু হয়। অল্প কিছুদিনের মধ্যেই তার ঝুলিতে আসে একের পর এক সাফল্য। তিনি পেয়েছেন ন্যাশনাল বোর্ড অফ রিভিউ পুরষ্কার। গোল্ডেন গ্লোব পুরষ্কার সহ আরো অনেক পুরষ্কার।

অ্যাঞ্জেলিনা জোলির চুলের রঙ সোনালি। তিনি তার ঠোঁট কোমল রাখার জন্য তাতে ব্লিস্টেক্স ব্র্যান্ডের লিপ বাম ব্যবহার করেন। অ্যাঞ্জেলিনা জোলির এক অদ্ভুত শখ আছে। তা হলো বিভিন্ন ধরনের ছুরি সংগ্রহ আর তার সাথে প্রথম এডিশনাল বই।

তার পছন্দের পোশাকের মধ্যে রয়েছে গাউন। এটি মাটি পর্যন্ত লম্বা। এর পাশাপাশি তিনি রূপালি রঙের সিল্কের লম্বা আল্ট্রা ফ্লাটারিং পোশাক পরে থাকেন। শিমারিং এলাই সাব ব্র্যান্ডের গোল্ড গাউন তার পছন্দের। এছাড়া তিনি পার্টিতে পরে থাকেন সাদা রঙের মিডি টাইপ পোশাক। এন এ্যাটেলিয়ার হাই শাইন ব্র্যান্ডের স্ট্যাপ্লেস গাউন তার পছন্দের। ব্লাক ভার্সের পোশাক তার খুব পছন্দ। এটি পিঠের পেছনের দিকটা ফাঁকা এবং সামনে থেকে লম্বা হয়ে পুরো শরীর ঢাকা থাকে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।