ফ্যাশন মানে রুচিশীল চিন্তা : সুরঞ্জন মন্ডল


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

ফ্যাশন মানেই ভিন্নতা। আপনি কীভাবে আপনার পোশাক, সানগ্লাস, ব্যাগ ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আপনি কেমন ফ্যাশন পছন্দ করেন এবং কী ধরনের ফ্যাশন ক্যারি করতে পারেন। ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে একেকজন একেকভাবে ভাবতেও পছন্দ করেন। যেমনটি মনে করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুরঞ্জন মন্ডল। তার কাছে ফ্যাশন মানে সময়ের সাথে রুচিশীল চিন্তার প্রকাশ। তার ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে জাগোনিউজের পাঠক ফ্যাশনের আজকের আয়োজন।

কী ধরনের পোশাক পছন্দ করেন?
সুরঞ্জন মন্ডল : ক্যাজুয়াল। কিন্তু তা অবশ্যই যেন ফ্যাশনেবল হয়। মূলত যা আমার পার্সোনালিটির সাথে যায়।

কী ধরনের খাবার পছন্দ?
সুরঞ্জন মন্ডল : দেশি খাবার বেশি পছন্দ। ভাত, ডাল, মাছ, মাংস আর সবজি।

পছন্দের অনুষঙ্গ?
সুরঞ্জন মন্ডল : ঘড়ি, ওয়ালেট, সানগ্লাস।

অবসরে কী করেন?
সুরঞ্জন মন্ডল : ছবি দেখি, বই পড়ি আর গান শুনি।

প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী?
সুরঞ্জন মন্ডল : অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকান।

প্রিয় লেখক?
সুরঞ্জন মন্ডল : রবীন্দ্রনাথ, জয় গোস্বামী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রিয় ব্যক্তি?
সুরঞ্জন মন্ডল : কাপিল শর্মা।

পছন্দের চলচ্চিত্র?
সুরঞ্জন মন্ডল : অন্তহীন।

আপনার কাছে ফ্যাশন মানে কী?
সুরঞ্জন মন্ডল : আমার কাছে ফ্যাশন মানে সময়ের সাথে রুচিশীল চিন্তার প্রকাশ।

এইচএন/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।