তেজদীপ্ত তেজপাতা!


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৭ মার্চ ২০১৫

বন্ধুদের আড্ডায় একটা কথা প্রায়ই বলতে শোনা যায়, `জীবনটা তেজপাতা হইয়া গেল রে মামা!` কথাটা মূলত ব্যবহার করা হয় হতাশা প্রকাশের ক্ষেত্রে। কিন্তু এই তেজপাতা যে কত গুণে গুণান্বিত, তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। জানা থাকলে হতাশায় নয়, আশার বাণীতে উচ্চারিত হতো তেজপাতার নাম! চলুন জেনে নিই, তেজপাতার উপকারী দিকগুলো-

১. পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধ করে গোসল করলে ত্বকের অ্যালার্জি সমস্যা কমবে চমৎকারভাবে।

২. ত্বকের সতেজতা রক্ষা করতে রং চায়ের সঙ্গে তেজপাতার গুরুত্ব অপরিসীম।  

৩. শরীরে কোথাও ফোঁড়া উঠলে  তার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।

৪. শরীরের ময়লা দূর করতে তেজপাতা বেটে শরীরে মেখে গোসল করলে ভাল ফল পাওয়া যায়।

৫.  দাঁতের মাড়ির ক্ষয়রোধ করতে তেজপাতা চূর্ণ করে দাঁত মাজতে পারেন।

৬. ঘামাচি দূর করার জন্য তেজপাতা পানিতে ভিজিয়ে রাখুন, তারপর মিহি করে বেটে নিন। ওই বাটা শরীরে মেখে ঘণ্টা খানেক রাখুন। তারপর গোসল করে ফেলুন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।