মেকআপ তোলাটাও জরুরি
মেকআপ নারীর সাজের জন্য একটি অপরিহার্য বিষয়। মেকআপের ব্যবহারেই ফুটিয়ে তোলা যায় নিজের পরিশীলিত, পরিমার্জিত রূপ। কিন্তু দিনের শেষে মেকআপ তুলে ফেলাটাও সমান জরুরি। নয়তো দেখা দিতে পারে ত্বকের বিভিন্ন সমস্যা। শুধু মুখ ধুয়ে ফেললেই হবে না, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তবেই তুলতে হবে মেকআপ। চলুন জেনে আসি-
১. বাইরে থেকে এসে নারিকেল তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে তুলায় করে মুখে লাগাতে পারেন। এর পর ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। ক্লিনজিন মিল্ক তুলায় করে লাগিয়ে মুখে দিতে পারেন। আবার পুরো মুখে লাগিয়ে তুলা দিয়ে মুছে নিতে পারেন।
২. মেকআপ রিমুভার প্যাড দিয়েও আপনি মেকআপ তুলতে পারেন। এটা অনেকটা ওয়েট টিস্যু পেপারের মতো। তবে এটি শুধু মেকআপ তোলার জন্য।
৩. চাইলে মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন। এটি শুধু মেকআপ তোলার জন্য। যাদের তৈলাক্ত ত্বক তারা পানির সঙ্গে এটি ব্যবহার করতে পারেন। তেলের সঙ্গেও এটি ব্যবহার করা যায়। এ ছাড়া বেবি অয়েল, লোশন অথবা ক্রিমও ব্যবহার করতে হবে।
৪. মেকআপ ঠিকঠাক না তুললে মুখে পিম্পল হতে পারে। অনেক সময় র্যাশের সৃষ্টি হয়। মুখে কালো ছোপ পড়তে পারে। এর থেকে মেছতা পড়ে যায়। ত্বক শুষ্ক হয়ে যায়। আবার ঠিকমতো মেকআপ না তুললে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। তাই মেকআপ রিমুভ করার পর তা ঠিকমতো হয়েছে কি না তার জন্য একটি পরীক্ষা করতে হবে। মুখ পরিষ্কার করার পর সাদা টিস্যু পেপার অথবা সাদা টাওয়েল দিয়ে মুছে নিতে হবে। যদি টিস্যু হলুদ হয়ে আসে, তাহলে বুঝতে হবে মেকআপ ঠিকমতো তোলা হয়নি। সেক্ষেত্রে আরেকবার মুখ পরিষ্কার করতে হবে।
এইচএন/এমএস