বাজারে তরমুজ!


প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৩ মার্চ ২০১৫

শীত পেরিয়ে বসন্তের দিন এসে গেছে। আসন্ন গ্রীষ্মের আমেজও বেশ টের পেতে শুরু করেছে রাজধানীবাসী। লেপ, কম্বল আগেই বাক্সে ঢুকেছে। ফ্যান ছেড়ে ঘুমানোর দিন এলো বলে।

গ্রীষ্মের ফলেরও দেখা মিলতে শুরু করেছে বাজারে। রাজধানীর বাজার ঘুরে দেখা গেল গ্রীষ্মকালিন সুস্বাদু ফল তরমুজ মৌসুমের আগে বসন্তকালেই বাজারে উঠেছে।

গ্রীষ্মকালিন রসালো এই ফলটি চট্টগ্রাম থেকে আসছে বলে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল। একেকটি তরমুজ ১০০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন। তরমুজগুলো ৫ থেকে ৯ কেজি ওজন পর্যন্ত হয়েছে বলে জানালেন বিক্রেতারা।

প্রচন্ড গরমে তরমুজ যেমন তৃষ্ণা মেটায়, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ এই ফল।

অন্যান্য বছর মার্চের মাঝামাঝি সময়ে বাজারে তরমুজ আসলেও এবারে মার্চের প্রথম দিনেই বাজারে তরমুজ দেখা গেল। তবে দেশের অন্যান্য অঞ্চল থেকে তরমুজ বাজারে আসতে আরো এক-দেড় মাস সময় লাগতে পারে বলে জানালেন বিক্রেতারা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।