স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বেল্লাল হোসেনকে ফাঁসি ও নিহতের শ্বশুর নুরেল হোসেন ও শাশুড়ি বিমুলা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
মঙ্গলবার দুপুর আড়াইটায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৭ মে মো. বেল্লাল হোসেন তার স্ত্রী সোহাগীকে (২২) যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যা করে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে লাশটি পুতে রাখে। ঘটনার ২০দিন পর নিহতের কাপড় ও হাতের বালা দেখে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের হাড়গোর উদ্ধার করে। পরে নিহতের বাবা সয়ান আলী বাদী হয়ে বেল্লাল, তার মা, বিমুলা বেগম ও পিতা নুরেল হোসেনকে আসামি করে মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আক্তার (নাছিম) ও আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট কৃষ্ণ চন্দ্র মদক।
এমএএস/পিআর