তেলাপোকা নিপাত যাক!
একটা কথা আছে- যে ঘরে জ্ঞানী লোকের বাস, সেই ঘরে বেশি তেলাপোকা থাকে! আসলে জ্ঞানী-মূর্খের কোনো বিষয় না, বিষয়টা হলো পরিচ্ছন্নতার। ঘর অপরিষ্কার রাখলে তেলাপোকা আসবেই। তাই সবার আগে দরকার পরিষ্কার-পরিচ্ছন্নতা।
অনেক সময় দেখা যায় পরিষ্কার রাখার পরও ঘর থেকে তেলাপোকা যাচ্ছে না। তেলাপোকা যেমন দেখতে ঘিনঘিনে ভীতিকর, তেমনি নোংরা ও রোগের বাহক। তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার আগেই জেনে নিন তেলাপোকা নিধনের কার্যকরী একটি উপায়-
সমপরিমাণ বোরিক পাউডার ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিন। এর সাথে মেশান তিন ভাগের এক ভাগ চিনি। এবার এতে সামান্য পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার তেলাপোকার আনাগোনার বিভিন্ন জায়গায় প্রয়োগ করুন। এবার তেলাপোকা মরবেই!
এইচএন/আরআই