ফিলিপাইনে সামরিক অভিযানে নিহতের সংখ্যা ২৬


প্রকাশিত: ১০:৫২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামপন্থীদের বিরুদ্ধে চালানো সামরিক বাহিনীর অভিযানের পঞ্চম দিন শনিবার। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৪ জন ইসলামপন্থী গেরিলা ও দু’জন সৈন্য।

সামরিক অভিযানের নেতৃত্ব দেয়া কর্নেল অ্যালান অ্যারোজাদো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা কামান ও হেলিকপ্টারের সাহায্যে জোলো দ্বীপের গভীর জঙ্গলে জঙ্গি সংগঠন আবু সায়াফের অবস্থানে ব্যাপক গোলা বর্ষণের পর শুক্রবার প্রায় দু’ঘন্টা ধরে চলা সংঘর্ষে তাদের ১০ সদস্য নিহত হয়।

তিনি আরো জানান, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে আরো ১৪ বিদ্রোহী ও দুই সৈন্য নিহত হয়।
আবু সায়াফ নিয়ন্ত্রিত পাতিকুল শহরের ঘন জঙ্গল বেষ্টিত বিভিন্ন গ্রামে ও পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে। জানা যায়, আবু সায়াফ গ্রুপের অনেক সদস্য আল-কায়েদা নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে।

সামরিক মুখপাত্র কর্নেল রেসতিতুতো পাদিলা এফপিকে বলেন, জঙ্গিরা পিছু হটছে। এসব জঙ্গির সাথে মালয়েশিয়ার জেমাহ ইসলামিয়া গ্রুপের তিন সদস্য রয়েছে। তারা ফিলিপাইনের বিদ্রোহীদের বোমা তৈরীর প্রশিক্ষণ দেয়।

আবু সায়াফ গ্রুপ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ করা হবে না বলেও জানিয়েছেন পাদিলা।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।