চেক শার্টে স্মার্ট


প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

চেক শার্ট সববয়সীদের কাছেই সমান জনপ্রিয়। দেশীয় বিভিন্ন কোম্পানি এখন তৈরি করছে নানা রকম চেক। উজ্জ্বল বাহারি রঙ আর আরামদায়ক সুতি সুতার ব্যবহারে চেক কাপড় পেয়েছে বাড়তি মাত্রা। চেক শার্টে এক সঙ্গে অনেক গাঢ় রঙের সমন্বয় থাকে। ফলে যে কাউকে সহজে এটি মানিয়ে যায়।

গরম আর বর্ষার সময়ে চেক শার্টের চাহিদা অনেক বেড়ে যায়। চেক শার্ট তারুণ্যকে তুলে ধরে। যে কোনো বয়সেই চেক শার্ট পরা যায়। বয়স্কদেরও উজ্জ্বল রঙের চেক শার্টে বেশ মানায়। আজকাল চেক শার্ট শুধু ক্যাজুয়াল অকেশনে পরা হয় তা নয়। যে কোনো ফরমাল পার্টি বা অফিস ওয়ার হিসেবেও চেক বেশ চলছে। হরেক রকমের চেক শার্ট তৈরি হচ্ছে। গাঢ় রঙের পাশাপাশি হাল্কা রঙের চেকও পাওয়া যাচ্ছে। কাজের ধরন ও অনুষ্ঠান বুঝে বেছে নিতে হবে পছন্দসই শার্ট।

চেক শার্টের সঙ্গে মানানসই স্টাইল
চেক শার্টের সঙ্গে অনেকভাবে নিজেকে উপস্থাপন করা যায়। তবে খেয়াল রাখতে হবে শার্টটি পরে আপনি কোথায় যাচ্ছেন। অফিসিয়াল পার্টি বা সাধারণ দাওয়াতে গেলে শার্টে কাফলিন ব্যবহার করতে পারেন। চুলটাকে জেল দিয়ে আপনার মুখের সঙ্গে মানিয়ে যায় এমন একটা লুক দিতে পারেন। হাতে থাকতে পারে চেইন বা বেল্টের ঘড়ি। চেক শার্ট পরে যদি অফিসে যান তবে হাতে একটু মোটা ব্রেসলেট পরতে পারেন। চুলটাকে সব সময় যেভাবে রাখেন সেভাবে রাখতে পারেন। ইচ্ছে হলে চুলে জেল দিয়ে হাল্কা উঁচু করে সেট করতে পারেন। তরুণরা চেক শার্টের সঙ্গে স্নিকার্স সু হাতে বেশ কয়েকটা ব্রেসলেট আর স্পাইর্ক চুলে বেশ মানিয়ে যাবে। চেক শার্টের সঙ্গে হাতে বা গলায় একরঙা রুমালও পেঁচাতে পারেন।

দরদাম
চেক শার্ট বিভিন্ন দামে পাওয়া যাবে। কাপড়ের ধরন আর শার্টের নকশার উপর ভিত্তি করে এর দাম নির্ধারিত হয়। আজকাল কেবল সুতি কাপড়ে চেক শার্ট তৈরি হয় না। আশি ভাগ সুতির সঙ্গে বিশভাগ সিনথেটিক সুতার মিশেলে তৈরি হয় চেক কাপড়। সুতির চেক শার্টগুলোর দামটা একটু বেশি। হাফ শার্ট পাওয়া যাবে ৪৫০ থেকে ৮৫০ টাকায়। ফুল শার্ট মিলবে ৬০০ থেকে ২৬০০ টাকার মধ্যে। ফোল্ডিং শার্টগুলো মিলবে ১০০০ টাকায়। কাটিং বেইস নকশা করা তরুণদের চেক শার্ট পাওয়া যাবে ৬০০ থেকে ২০০০ টাকায়। ইজি, শার্ট গ্যালারি, ক্যাটস আই, মনসুন রেইন, লার্ক, রিচম্যানসহ ব্রান্ড আর নন ব্রান্ডের শোরুমে মিলবে দারুণ সব চেক শার্ট। কেউ যদি পছন্দসই রঙ আর নকশার চেক শার্ট বানাতে চান তবে গজ কাপড় কিনে নিতে পারেন। যে কোনো মার্কেটে আর টেইলারিং শপে পাবেন চেক কাপড়। অনেক চেক কাপড় ধোয়ার পর কিছুটা ছোট হয়ে যায়। তাই কেনার সময় একটু বাড়িয়ে কিনতে হবে। আবার কিছু চেকে রঙ উঠে যায়। যেসব কাপড়ে রঙ উঠে সে কাপড় কেনার পর লবণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। এরপর বানাতে দিতে হবে। চেক কাপড় গজ প্রতি পড়বে ২০০ থেকে ৫০০ টাকা। আর শার্ট তৈরি করতে স্থান ভেদে খরচ পরবে ২৫০ থেকে ৪০০ টাকা।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।