ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

দক্ষিণ আফ্রিকার দেয়া ৪০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট  ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ৬৩ রান।  রামদিন ৬ রান নিয়ে ব্যাট করছে। অ্যাবোটের বলে বোল্ড হওয়ার আগে আগের দিনের ডাবল সেঞ্চুরিয়ান গেইল করেন ৩ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে পয়েন্টে রাসেলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যান ডি কক (১২ রান)। এরপর হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিস ১২৭ রানের দ্বিতীয় উইকেট জুটি করে প্রথমিক বিপর্যয় কাটিয়ে ওঠেন। কিন্তু গেইলের ওভারে আমলা ও ডু প্লেসিস আউট হলে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। কিন্তু গেইলের ওভারে আমলা ও ডু প্লেসিস আউট হলে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। ডি ভিলিয়ার্সের সাথে ১৩৪ রানের জুটি গড়ে তোলেন রোসিউ। ৩৯ বলে ৬১ রান করে দলীয় ২৮০ রানে আউট হন রিলে রোসিউ।

এর পরের অংশটা শুধুই এবি ডি ভিলিয়ার্সের। ডেভিড মিলার মাত্র ২০ রান করে আউট হলেও ঝড় থামাননি ওয়ানডে ক্রিকেটের দ্রুততম শতকের মালিক। জেসন হোল্ডারকে একটি ছক্কা হাঁকিয়ে মাত্র ৫২ বলে শতক স্পর্শ করেন ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ১৭টি চারের সাথে ৮টি ছক্কার মাধ্যমে ৬৬ বলে ১৬২ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক। এছাড়া হাশিম আমলা ৬৫,ডু প্লেসিস ৬২, ডি কক ১২ ও রোসিউ ৬১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।