ফ্যাশন মানেই নতুনত্ব : নাহার নিশা
ফ্যাশনের কথা এলেই মাথায় আসে নানা ব্র্যান্ডের জুতা, কাপড়, চশমাসহ অনেক কিছু। ফ্যাশনের ক্ষেত্রে আবার অনেকে অনুসরণ করেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে। কখনো পাশের বাড়ির ফ্যাশনপ্রিয় বড় আপু হয় আপনার কাছে ফ্যাশন আইকন। মানুষ যেমন ভিন্ন ভিন্ন তেমনি তাদের ফ্যাশনও ভিন্ন। ঠিক যেমনটি ফ্যাশনপ্রেমী নাহার নিশার কাছে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। লাইফস্টাইল এবং ফ্যাশন নিয়ে তার চিন্তা-ভাবনা সম্পর্কে তিনি কথা বলেন জাগো নিউজের সঙ্গে।
কী ধরনের পোশাক পছন্দ করেন?
নিশা : সালোয়ার কামিজ, শাড়ি আমার পছন্দের তালিকায় শীর্ষে। তবে কখনো কখনো ওয়েস্টার্ন পোশাকও পরা হয়। তবে আমার সবচেয়ে বেশি পছন্দ লং কামিজ। অনুষঙ্গ হিসেবে বেশি পরা হয় ঘড়ি। ঘড়ির ক্ষেত্রে গুচি আমার পছন্দের ব্র্যান্ড।
কী ধরনের খাবার পছন্দ করেন?
নিশা : চাইনিজ খাবার বেশি পছন্দ। ফ্রাইড রাইস, চিকেনের বিভিন্ন আইটেম মূলত বেশি প্রিয়। সকালের খাবারে বিভিন্নরকম ফল; দুপুরে ভাত-ডাল, মুরগি কিংবা মাছ থাকে। রাতের খাবারে রুটি খেয়ে থাকি। তবে এসব ছাড়াও আমার প্রিয় খাবার মিষ্টিজাতীয় খাবার।
অবসর সময়ে কী করেন?
নিশা : অবসর সময়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি প্রচণ্ড ভ্রমণপ্রেমী। যদিও সময়ের অভাবে খুব বেশি ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। ইচ্ছা আছে দেশের বাইরে মালদ্বীপ এবং দেশের মধ্যে বান্দরবান, সুন্দরবন এবং সেন্টমার্টিনে বেড়ানোর।
পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী ?
নিশা : পছন্দের অভিনেতা রিয়াজ এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া।
প্রিয় লেখক?
নিশা : জাফর ইকবাল।
পছন্দের গান?
নিশা : ইংলিশ গান বেশি শোনা হয়।
আপনার কাছে ফ্যাশন কী?
নিশা : আমার কাছে ফ্যাশন মানেই নতুনত্ব, যা আমার কাছে নতুন মনে হয়, আমাকে মানাচ্ছে মনে হয় তাই আমার চোখে ফ্যাশন।
এইচএন/আরআইপি