মেহেরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০৯ আগস্ট ২০১৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুল খালেক নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা।

আব্দুল খালেক শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৭ নম্বর পিলারের কাছে গেলে নদীয়া জেলার সুটিয়া ১১৯ নম্বর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে গুলি করে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাহিনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মুজিবনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।

এব্যাপারে চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সিও মেজর আনোয়ার জাহিদ বলেন, আব্দুল খালেক গরু আনতে গেলে বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মৃত্যু হয়।

রবিবার সকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে এবং বিকেল ৩টায় পতাকা বৈঠক করা হবে বলে মেজর আনোয়ার জাহিদ জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।