গণভবনে মমতা ব্যানার্জী


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাতের জন্য গণভবনে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার বেলা সাড়ে ১২টায় গণভবনে পৌঁছান তিনি। গণভবনে ওই বৈঠকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন মমতা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মমতা ব্যানার্জী বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্প উদ্যোগীদের আয়োজনে করা শিল্প সম্মেলনে অংশ নেবেন। এফবিসিসিআই, আইবিসিসিআই ও আইসিসির উদ্যোগে এ সম্মেলন হবে। বৈঠকে বাংলাদেশ ও ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা হবে।

এরপর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

এরপর রাতের বিমানে প্রতিনিধি দলসহ মমতা কলকাতা ফিরে যাবেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।