নিজের সময়কে ধারণ করতে জানাই ফ্যাশন : নিরব


প্রকাশিত: ০৬:০৩ এএম, ১২ নভেম্বর ২০১৬

হাজার ব্যস্ততার মাঝে সময়কাটে তার। শুটিং, মডেলিংসহ নানা কাজে কর্মমুখর রাখেন নিজেকে। বর্তমান সময়ে শোবিজ জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম নিরব। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। যার মধ্যে রয়েছে মন যেখানে হৃদয় সেখানে, তোমার মাঝে আমি, গেমস সহ বিভিন্ন ব্যবসা সফল সিনেমা। খুব অল্প সময়েই তিনি জয় করেছেন ভক্তদের মন। ব্যস্ততার মাঝেও নিজের ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে কথা বলেছেন জাগোনিউজের সঙ্গে। সঙ্গে ছিলেন ফারিন সুমাইয়া-

সচারচর সকাল সকাল উঠতে পছন্দ করেন নিরব। কাজের চাপ বেশি থাকলে সেদিন ঘুম থেকে ওঠেন ৬:৩০ টা থেকে ৭:০০ টার মধ্যে। এরপরে হাত মুখ ধুয়ে নজর দেন কাজের দিকে। সারাদিনের কাজের তালিকা তৈরি করে ফেলেন আগের রাতেই। আর তাতে চোখ বুলিয়ে নেন সকালে। কস্টিউম থেকে শুরু করে নানা এক্সেসরিজ ঠিম মতো নেওয়া হয়েছে কি না তা দেখে নেন। এরপর তার যাত্রা শুরু হয় গন্তব্যের দিকে।

সকালের নাস্তায় তিনি খেতে পছন্দ করে ওটস আর দুধ। দুপুরে এবং রাতে বাসায় তৈরি খাবার খেতেই বেশি ভালোবাসেন। দুপুরের আর রাতের খাবারের তালিকায় থাকে ভাত, মাছ, মাংশ, ডাল, ভাজিসহ নানা মুখোরোচক খাবার। নিরবের প্রিয় খাবার মিষ্টি। তবে শুটিং স্পটে থাকলে একটু বেশি পরিমাণেই খাওয়া হয় বললেন তিনি।

তার প্রিয় রঙ সবুজ, প্রিয় ব্যক্তিত্ব মা এবং প্রিয় অভিনেতা আর অভিনেত্রী হচ্ছে শাহরুখ খান আর কারিনা কাপুর। শাহরুখ খান, টম ক্রুজের অভিনীত সিনেমা আছে তার পছন্দের তালিকায়। তার প্রিয় শখ আড্ডা দেওয়া। নানা কাজের ফাঁকে সময় পেলেই তিনি আড্ডায় মশগুল হয়ে উঠেন। তবে এটি ছাড়াও তার আরো একটি প্রিয় কাজ হচ্ছে ঘুম। সময় পেলেই তিনি ঘুমিয়ে কাটান। পাশাপাশি শপিংও রয়েছে তার প্রিয় কাজের তালিকায়।

সানগ্লাস তার পছন্দের তালিকায় শীর্ষে। বিশেষ কোনো ব্র্যান্ড নিরবের পছন্দের তালিকায় না থাকলেও তার সাথে কোন ধরনের গ্লাস যাচ্ছে তাই তিনি সবার আগে দেখেন। নিজের ব্যক্তিত্বকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে বেশি ভালোবাসেন।

নিরবের কাছে ফ্যাশন মানে কী এটি জানতে চাইলে তিনি বলেন `ফ্যাশন মূলত সময়। আমি কোন সময়কে উপস্থাপন করছি কিংবা আমার মাধ্যমে কোন সময় ফুটে উঠছে তাই আমার কাছে ফ্যাশন`। তিনি লাইফস্টাইলে কাউকে অনুসরণ করেন কী না তা জানতে চাইলে তিনি বলেন, লাইফস্টাইলের ক্ষেত্রে তার বড় ভাইকে অনুসরণ করেন।

এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।