এশিয়ার সাত দেশে ফুডপান্ডা


প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

এশিয়ার সাতটি দেশের প্রধান সাতটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার সাথে কাজ করতে সম্মত হয়েছে। এর ফলে এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইনে খাবার সরবরাহে এখন থেকে নেতৃত্ব দিবে ফুডপান্ডা।

ভারতসহ এশিয়ার অন্য ৬টি দেশ হল মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইনস, পাকিস্তান, হংকং এবং থাইল্যান্ড। এসব দেশের যেসব প্রতিষ্ঠান ফুডপান্ডার সাথে কাজ করবে সেগুলো হল ভারতের জাস্ট ইট, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের রুম সার্ভিস, ফিলিপাইনের সিটি ডেলিভারি, পাকিস্তানের ইট লাভ, হংকংয়ের কোজিনেস এবং থাইল্যান্ডের ফুড বাই ফোন কোম্পানি।

ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাফ ওয়েনজেল বলেন, সাতটি দেশের প্রধান প্রধান কোম্পানিগুলো আমাদের সাথে কাজ করতে সম্মত হওয়ায়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফুডপান্ডা এখন মার্কেট লিডার। এসব কোম্পনির পূর্ব অভিজ্ঞতা এবং আমাদের অব্যাহত প্রচেষ্টায় ফুডপান্ডার গ্রাহকরা এখন থেকে আরো উন্নতমানের সেবা পাবেন।

উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।