পছন্দের রঙের নেইলপলিশ তৈরি করবেন যেভাবে


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১৬ অক্টোবর ২০১৬

নেইলপালিশের রঙ বাছাই নিয়ে চিন্তিত, পছন্দের রঙের নেইলপলিশ মিলছে না? একটুও চিন্তিত হতে হবে না। চাইলেই তৈরি করে নিতে পারবেন নিজের পছন্দসই যে কোন রঙের নেইলপালিশ। নিজে ব্যবহার করতে পারবেন চাইলে কাউকে উপহারও দিতে পারবেন হাতে বানানো এই নেইলপালিশ। আর সেজন্য লাগবে শুধু ২টি উপাদান।

যা লাগবে
ন্যাচারাল কালার বা রঙহীন একটি নেইলপলিশ ও একটি পছন্দের রঙের আইশ্যাডো।

যেভাবে তৈরি করবেন
আইশ্যাডোটি ভালো করে গুঁড়ো করে নিন। আর পাউডার আই শ্যাডো হলে তো কোনো ঝামেলা নেই। কাগজ দিয়ে একটি কোন বানিয়ে নিন। আর সেই কোনের সাহায্যে আই শ্যাডো গুঁড়ো ভরে ফেলুন আপনার নেইল পলিশের বোতলে। তবে বেশি না, অল্প একটু। বেশি দিলে থকথকে হয়ে যাবে। ভালো করে ঝাঁকান যেন রঙটি খুব ভালো করে মিশে যায়। ভালো হয় যদি ব্যবহার করার আগে এক ঘণ্টা রঙকে মেশার সুযোগ দিন। মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেল আপনার পছন্দের রঙের নেইলপলিশ।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।