আন্তর্জাতিক এলিভেটর ও এস্কেলটর প্রদর্শনী শুরু


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকায় শুরু হলো তিনদিন ব্যাপী প্রথম আন্তর্জাতিক এলিভেটর ও এস্কেলেটর প্রদর্শনী-২০১৫। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ২০টি দেশের ৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলআমিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, সরকারি বেসরকারি উদ্যোগে দেশে অনেক সুউচ্চ ভবন তৈরি হয়েছে। আরো অনেক নতুন নতুন ভবন তৈরি হচ্ছে। এসব ভবন ব্যবহারের সাথে লিফটের সম্পর্ক অত্যন্ত নিবির। তাই এ প্রদর্শনীর মাধ্যমে একটি স্থান থেকেই সুউচ্চ ভবন মালিকরা লিফ্ট, এলিভেটর ও এস্কেলেটরের গুণগত মান যাচাই করার সুযোগ পাবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের রিয়াল স্টেট খাত অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। জমির স্বল্পতার জন্য আবাসন বা অফিসের জন্য ভবনগুলো ঊর্ধমুখী সম্প্রসারণ ঘটছে। ফলে এসব ভবনে লিফ্ট বা এলিভেটর ব্যবহারের বিকল্প নেই।

প্রথমবারের মত এ প্রদর্শনী আয়োজন করায় উৎপাদনকারী, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে, যা দেশের বাণিজ্য বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরেও বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রদর্শনী প্রতিদিন সকল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ১২ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শেষ হবে।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।