ঘর সাজাতে ঝাড়বাতি


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

আলো ছাড়া কি আর সৌন্দর্য্য ফুটে ওঠে! ঘরের অন্যান্য সাজসজ্জার সাথে যদি কিছুটা আলোর যোগ করা যায় তবে ঘরের সৌন্দর্য্য বেড়ে যায় বহুগুণে। আর সেকারণেই ঘর সাজাতে ঝাড়বাতির ব্যবহার এত জনপ্রিয়।  তবে সব জায়গাতে তো আর ঝাড়বাতির ব্যবহার করা যায় না। এর জন্য প্রয়োজন কিছু সহজ সূত্রের-

১. আজকাল বড় ঝাড়বাতির সঙ্গে ম্যাচিং করে ওয়ালব্রাকেট পাওয়া যায়। ব্রাকেট ব্যবহার করতে চাইলে বসার ঘরের জানালার ওপর সেট করতে পারেন।

২. বসার ঘরই ঝাড়বাতির উপযুক্ত। ডুপ্লেক্স বাড়ি হলে দোতলায় ওঠার পেঁচানো সিঁড়ি বরাবর ঝাড়বাতি লাগাতে পারেন।

৩. বসার ঘর ছোট হলে লাগানো উচিত নয়।

৪. মাঝারি ধরনের বসার ঘরে সিলিংয়ের সঙ্গে লাগানো ঝাড়বাতি ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ফুলের নকশা বা চারকোনা আকৃতির ঝাড়বাতি পাওয়া যায় যা মাঝারি ধরনের বসার ঘরে খুব মানিয়ে যাবে।

৫. বসার ঘর বড় হলে বড় সাইজের ঝাড়বাতি লাগান। ভিক্টোরিয়ান ফার্নিচারের সঙ্গে কাচের তৈরি ঝাড়বাতি খুব মানাবে। ডুপ্লেক্স বাড়ির সিঁড়ির ওপর লাগাতে পারেন ক্রিস্টালের ঝলমলে ঝাড়বাতি।

৬. বসার ঘর বড় কিন্তু সাদামাটা ফার্নিচার, সে ক্ষেত্রে ঝাড়বাতি না লাগানোই ভালো। এ ক্ষেত্রে বসার স্থানে একটি কর্নার বেছে নিয়ে ছোট-বড় কয়েকটি হ্যাঙ্গিং ব্যবহারই বেশি ফ্যাশনেবল।

৭. ঝাড়বাতিতে হলুদ লাইটেই বেশি ভালো দেখায়। হলুদ আলো ঘরে একটি সুন্দর আবহ তৈরি করে। দেয়ালের রং যা-ই হোক, হলুদ লাইট তার সঙ্গে মানিয়ে যাবে। তবে যাদের দেয়াল সাদা বা অফহোয়াইট, তারা চাইলে সাদা লাইটও ব্যবহার করতে পারেন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।