নির্বিঘ্নেই নির্বাচন অনুষ্ঠিত : দিল্লিতে সরকার গড়ছে কেজরি


প্রকাশিত: ০২:২১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

নির্বিঘ্নেই শেষ হল রাজধানীর মসনদ দখলের লড়াই। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দিল্লিতে সরকার গড়তে যাচ্ছে আম আদমি পার্টি এমনই আভাস পাওয়া যাচ্ছে।

`আয়রণ ম্যান` বনাম "আয়রণ উইম্যান` লড়াইয়ের ফলাফল এখন বাক্সবন্দি। তবে বুথ ফেরৎ সমীক্ষায় সেয়ানে-সেয়ানে লড়ায়ের কথা জানা গেলেও কেজরিওয়ালের পাল্লায় ভারি বলে জানা যাচ্ছে। ইন্ডিয়া টুডের সমীক্ষা জানা গেছে, ৩৫ থেকে ৪৩টি আসন পেয়ে সরকার গড়ার কাছাকাছি রয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৯টি আসন। কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে ৩ থেকে ৫টি আসন। সি-ভোটার- এদের বুথ ফেরৎ সমীক্ষা বলছে, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে আম আদমি পার্টি।

তবে হাল ছাড়েন নি কিরণ বেদী। বিকেল সাড়ে তিনটায় টুইট বার্তায় তিনি জানান, জয়ের স্বাদ পাচ্ছি।  ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এইচএস বর্মা জানিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত ৭০% ভোট পড়েছে।

শনিবার সকাল থেকেই ভোটারদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো। বুথগুলির সামনে দেখা যায় লম্বা লাইন। এক কোটি ৩৩ লক্ষ ভোটারের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে মোতায়েন করা হয় প্রায় ৬৪ হাজার পুলিশ। ১২ হাজার বুথের ৭১৪টিকে স্পর্শকাতর, এবং ১৯১টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভায় ভাগ্য নির্ধারিত হবে মোট ৬৭৩ জন প্রার্থীর। অর্থাৎ কেন্দ্র প্রতি প্রায় ১০ জন। এর মধ্যে উত্তর দিল্লি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রেকর্ড সংখ্যক, ১৮ জন। কিরণ-কেজরীবাল-মাকেন-শর্মিষ্ঠাদের নিয়ে হেভিওয়েটদের সংখ্যাও নেহাত কম নয়। ছিলেন বিনোদ বিন্নিদের মতো বিদ্রোহীরাও।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।