স্বপ্নের পুরুষটির দেখা পাবেন যেভাবে


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০৩ অক্টোবর ২০১৬
মডেল : অন্তু ও নওরিন

একটা বয়সে এসে তরুণীরা মনে মনে কল্পনা করতে পছন্দ করেন যে একদিন তাদের স্বপ্নের রাজকুমারের সাথে দেখা হবে। হতে পারে সে সাদা ঘোড়ার পিঠে সওয়ারী, হতে পারে আশপাশের সাধারণ কেউ। আর এই ব্যাপারগুলো আমাদের আনমনে হাসায়। জীবনের প্রতি একটা অদ্ভুত মায়া সৃষ্টি করে তার সাথে নতুন নতুন স্বপ্ন। কিন্তু কিছুটা বড় হতেই বোঝা যায় এই স্বপ্নের রাজকুমারকে বাস্তবে পাওয়াটা অত সহজ না। কিন্তু কিছু কিছু কাজ আপনার এই স্বপ্নের রাজকুমারের সাথে পরিচয় করিয়ে দিতে সাহায্য করে থাকে। চলুন জেনে নেই সেই বিষয়গুলো-

খোঁজাখুঁজি বন্ধ করুন
এটিই সত্যি যে আপনি যদি সবাইকে জানান দিয়ে আপনার জীবনসঙ্গীকে খুঁজতে থাকেন তবে তাকে কখনোই খুঁজে পাবেন না। এতে আরো ভুল মানুষের সাথে পরিচয়ের সম্ভাবনা বেড়ে যায়। প্রকৃতপক্ষে যখন আপনার জীবনে সেই স্বপ্নের রাজকুমার আসবে তখন কেবল আপনিই তা টের পাবেন। এর জন্য আপনার আশেপাশের মানুষকে বলা বা বন্ধুদের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই।

নিজের কাজের দিকে মনোযোগ দিন
আপনি কী এটি অনেক বড় প্রশ্ন। আপনি যদি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসী না হোন তবে আপনি কখনো আপনার স্বপ্নের সেই রাজকুমারকে খুঁজে পাবেন না। আর পেলেও হারাবেন। কারণ কোনো মানুষই আত্মবিশ্বাসহীন মানুষ পছন্দ করে না। এই ক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন, ধীরে ধীরে উন্নতির দিকে পৌঁছান। দেখবেন কোনো একদিন দেখা হয়ে গিয়েছে আপনার সেই কল্পলোকের রাজকুমারের সাথে।

মানুষের সঙ্গে মিশুন
কাজের খাতিরে হোক বা অন্য কারণে যখনই সম্ভব হবে মানুষের সঙ্গে মিশুন। তাদের সাথে কথা বলুন। আপনি যত মানুষের সাথে মিশবেন তত আপনার সেই রাজকুমারের সাথে পরিচয় হবার সম্ভাবনা বেড়ে যাবে। যখন দেখবেন আপনার পছন্দের সাথে আরেকটি মানুষের পছন্দ, চলাফেরা, কথাবার্তা মিলে যাচ্ছে বুঝে নিন আপনি পেয়ে গিয়েছেন আপনার স্বপ্নের রাজকুমারকে।

নিজের কাজে অটল
আপনি যখন একটি কাজ করছেন তা আসলে হচ্ছে কী হচ্ছে না তা নিয়ে যখন আপনি দ্বিধায় ভুগবেন তখন দেখবেন আপনার আশেপাশের মানুষ মুখটিপে হাসছে। তাদের ছেড়ে সামনে এগিয়ে আসুন। আবার কাজটি করুন আর দেখুন আপনি কীভাবে সফল হচ্ছে। আর এই পুরোটা পথে যদি কোনো পুরুষ আপনার সহযাত্রী হয়ে থাকে তবে বুঝে নিন আপনার জীবনে আগমন ঘটে গিয়েছে সেই স্বপ্ন পুরুষের।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।